সোমবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অপসারণের সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্ট। আর তারপরেই শুভঙ্কর সরকারকে সরিয়ে তাঁর জায়গায় সিদ্ধার্থ মজুমদারকে নতুন চেয়ারম্যান করে রাজ্যের শিক্ষা দফতর। বধুবার থেকে এসএসসি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন সিদ্ধার্থ।
বর্তমানে সিদ্ধার্থ মজুমদার সিটি কলেজের অধ্যাপক। ব্রাত্য বসু প্রথমবার যখন রাজ্যের শিক্ষামন্ত্রী হন, তখন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন সিদ্ধার্থ।
সোমবার স্কুল সার্ভিস কমিশনের একটি মামলার শুনানিতে সদ্য প্রাক্তন চেয়ারম্যানকে সরানোর সুপারিশ করে কলকাতা হাইকোর্ট। তারপরেই মঙ্গলবার হাইকোর্টের সুপারিশ নিয়ে জরুরি বৈঠক করে রাজ্য শিক্ষা দফতর। তারপরেই শুভঙ্করের জায়গায় সিদ্ধার্থকে চেয়ারম্যান পদে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মর্মে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য শিক্ষা দফতর।
এসএসসি নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক দেখা দেয়। চলতি বছর বেশ কয়েকটি মামলা হয় হাইকোর্টে। এমনকি ওই পদে শুভঙ্করের যোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করে অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ।
উল্লেখ, সিটি কলেজেরই প্রাক্তন অধ্যাপক শুভঙ্কর সরকার। বর্তমানে তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানা গিয়েছে, তাঁকে নতুন দায়িত্বে আনা হবে।
Comments are closed.