সেবক-রংপো রেলপথের ১১ নম্বর টানেলের কাজ প্রায় শেষের পর্যায়ে। আগামী বছর চালু হয়ে যেতে পারে সিকিম যাওয়ার রেলপথ। সেবক-রংপো ৩.২ কিলোমিটার টানেল বানাতে প্রায় আড়াই বছর সময় লেগেছে। রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেবক থেকে রংপো রেল লাইনের কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়ে গিয়েছে। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৪ হাজার ৮৫ কোটি টাকা।
রেল সূত্রে আরও জানা গিয়েছে, সেবক থেকে রংপো পর্যন্ত সেবক, রিয়াংস, মল্লি, রংপো ও তিস্তাবাজার এই ৫ টি স্টেশন থাকবে। মোট ১৪ টি সুড়ঙ্গ থাকবে। পুরো পথটাই পাহাড়ের ভিতর দিয়ে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করে করা হয়েছে। ৪৪.৯৮ কিলোমিটার দীর্ঘ সেবক-রংপো রেলপথের কাজ শুরু হয়েছিল ২০০৯ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন।
পাহাড় কেটে মহানন্দা অভয়ারণ্যের ভিতর দিয়ে যাবে রেল লাইন। অভয়ারণ্যের ভেতর দিয়ে রেলপথ যাওয়ার ফলে সবুজের ক্ষতি হবে, এই দাবি তুলে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল পরিবেশপ্রেমী সংগঠন। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশে শুরু হয় কাজ।
উল্লেখ্য, এই রুটের মোট ৬ টি টানেলের উদ্বোধনা আগেই হয়ে গিয়েছে। এখনও ৮ টি টানেলের কাজ বাকি রয়েছে। এরমধ্যে ১১ নম্বর টানেলের কাজ শেষ হওয়ায় মনে করা হচ্ছে আগামী বছরই চালু হয়ে যাবে সেবক-রংপো ট্রেন পরিষেবা।
Comments are closed.