কলকাতা বিমানবন্দরে বসলো বরাহনগরের মা দুর্গার সিলিকন মূর্তি, মানুষকে স্বাগত জানাবে সন্তান কোলে মা

কলকাতা বিমানবন্দরে জায়গা পেল মা দুর্গার মূর্তি। বিমানবন্দরে ঢুকলেই দেখা যাবে মা দুর্গার মূর্তি। শুক্রবার থেকেই বিমানবন্দরে ঢুকলে দেখা যাবে সন্তান কোলে মা দুর্গার মূর্তি।

গত বছর দুর্গা পুজোয় বরাহনগরের দাদা ভাই সংঘ ক্লাবের দুর্গাপুজোর দেখা গিয়েছিল সিলিকনের দুর্গা মূর্তি। যা দেখতে ভিড় করেছিল প্রচুর মানুষ। রাজ্য সরকারের তরফে জানানো হয় সংরক্ষণ করা হবে ওই মূর্তি। এবার তাই কলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হবে সিলিকনের মা দুর্গার মূর্তি। বিদেশ থেকে আগত অতিথিরা যাতে দেখতে পান সেই মূর্তি। খুশি হয়েছেন শিল্পী সুবিমল দাস। বৃহস্পতিবার মূর্তিটি বিমানবন্দরে আনার সময় সেখানে ছিলেন শিল্পী সুবিমল দাস। বাংলার সংস্কৃতিকে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতেই রাজ্য সরকারের এই প্রয়াস। মূর্তিতে দেখা যাচ্ছে, লাল পাড়ের সাদা শাড়ি পড়ে রয়েছেন মা দূর্গা। মায়ের কোলে রয়েছে ছোট্ট এক শিশু। মায়ের মাথার ওপরে রয়েছে বাকি ৮ হাত।

 

উল্লেখ্য, কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। তাই দুর্গা মূর্তিকেই জায়গা দেওয়া হল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে ঢুকলেই সাধারণ মানুষকে স্বাগত জানাবে সন্তান কোলে মমতাময়ী মা দুর্গা।

Comments are closed.