কোভিড বিধিভঙ্গ করে হোটেলগুলিতে রমরমিয়ে চলছে নাইট পার্টি। কলকাতার পর এবার শিলিগুড়িতে নাইট পার্টি ভেস্তে দিল পুলিশ। ঘটনায় গ্রেফতার হয়েছে ৪১ জন।
শুক্রবার রাতের গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ ওই হোটেলে হানা দেয়। সেইসময় হোটেলে পার্টি চলছিল। বক্স বাজিয়ে গানের সঙ্গে চলছিল নাচ। অনেকেই মদ্যপান করছিল। হাতেনাতে গ্রেফতার করা হয় ৪১ জনকে।
গত সপ্তাহে কলকাতার দুটি পাঁচতারা হোটেলে করোনা বিধি ভেঙে নাইট পার্টি হয়েছিল। পার্ক হোটেলে পুলিশ হানা ফেলে বাধা পায়। ঘটনাস্থল থেকে ৩৭ জনকে গগ্রেফতার করা হয়। উদ্ধার হয় বিলাসবহুল গাড়ি আর বিদেশি মদের বোতল। ঘটনায় হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। পার্টিতে কীভাবে মদ সরবরাহ করা হল, সে সংক্রান্ত সমস্ত তথ্যের খোঁজ শুরু করেছে আবগারি বিভাগ।
শুক্রবারই জানা যায় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল হোটেলেও ১০ জুলাই রাতভর পার্টি চলেছিল। হোটেল কর্তৃপক্ষকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে আবগারি দফতর। সংগ্রহ মরা হবে সিসিটিভি ফুটেজ। কলকাতার নামজাদা এই দুই হোটেলের পর এবার জেলাগুলিতেও করোনা বিধি ভেঙে পার্টির খবর পাওয়া যাচ্ছে।
Comments are closed.