আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট হতে চলেছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এমনটাই জানা গিয়েছে। ওই দিনই পাহাড়ে GTA নির্বাচন রয়েছে। কমিশন সূত্রে আরও খবর, একই দিনে রাজ্যের বেশ কয়েকটি ওয়ার্ডেও উপ-নির্বাচন হতে চলেছে।
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের জেরে ওই ওয়ার্ডে উপ-নির্বাচন হবে ২৬ জুন। একই কারণে পানহাটি পুরসভার কাউন্সিলর অনুপম দত্তের খুনের জেরেও সেখানে ওই দিনে ভোট হবে। একই সঙ্গে ২৬ জুন ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ড এবং চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে ভোট হবে। এছাড়াও দমদমের ৪ নম্বর ওয়ার্ড এবং দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে ভোট রয়েছে।
পুরভোটের আগে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী এবং চন্দনগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মৃত্যু হয়। দু’জনেই অসুস্থ ছিলেন। প্রসঙ্গত, ভোট নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্রসচিবের মধ্যে বৈঠক হয়। তারপরেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়।
Comments are closed.