প্রথমবার শিলিগুড়ি পুরসভায় বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। আর শনিবারই উত্তরবঙ্গে উড়ে গেলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় থাকাকালীনই মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করেছিলেন। আর শিলিগুড়ি পৌঁছে ভাবী মেয়রকে তাঁর বার্তা, কলকাতা-বিধাননগরের মতোই ঝাঁ চকচকে করে গড়ে তুলতে হবে শিলিগুড়িকে।
সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন ছিল পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী। শিলিগুড়ি গিয়ে এদিন তাঁর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পুরভোটে জয়ের জন্য এদিন আরেকবার শিলিগুড়িবাসীকে ধন্যবাদ দেন তিনি। বলেন, তৃণমূলের ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। তারপরেই শিলিগুড়ির উন্নতির জন্য মেয়র গৌতম দেব’কে বিশেষ বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এদিন বলেন, শিলিগুড়িকে দ্বিতীয় কলকাতা করতে হবে। ঢেলে সাজাতে হবে শহরের ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় বেরোলে মানুষ যাতে ভোগান্তির শিকার না হন সেদিকটা নজর রাখতে হবে। দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, শুধু সবুজ আবীর খেললে হবে না। মনটাও সবুজ করতে হবে। সকলকে নিয়ে উন্নয়ন করুন।
Comments are closed.