ফের বিদেশি বিনিয়োগ মুকেশ আম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে। এবার সিঙ্গাপুরভিত্তিক বিনিয়োগ সংস্থা জিআইসি (GIC) মোট ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করছে। যা সাম্প্রতিক সময়ে এই নিয়ে ষষ্ঠ বিনিয়োগ হল রিলায়েন্স রিটেলে। মোট ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করে রিলায়েন্স রিটেলের ১.২২ শতাংশ শেয়ার কিনছে সিঙ্গাপুরের GIC সংস্থা। যার ফলে রিলায়েন্স রিটেল-এর প্রি-মানি ইক্যুইটি ভ্যালু একলাফে বৃদ্ধি পেয়ে হচ্ছে ৪.২৮৫ লক্ষ কোটি টাকা৷ ২ অক্টোবর রাতে এই বিপুল অঙ্কের বিনিয়োগের কথা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)৷
ভারতের রিটেল ব্যবসায় সবচেয়ে বড়ো ও দ্রুত বেড়ে চলা সংস্থাগুলির মধ্যে অন্যতম নাম রিলায়েন্স রিটেল৷ দেশজুড়ে এদের ১২ হাজার স্টোর রয়েছে৷ সেখানে শুক্রবারের এই বিপুল অঙ্কের বিনিয়োগ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানী বলেন, ‘GIC-র গ্লোবাল নেটওয়ার্ক ও ট্র্যাক রেকর্ড অত্যন্ত সমৃদ্ধশালী৷ GIC-র সঙ্গে এই সম্পর্ক ভারতের রিটেল সেক্টরকে অন্য উচ্চতায় নিয়ে যাবে৷ আর জিআইসি’র সিইও লিম চাও কিয়াত বলেন, ‘আমাদের বিশ্বাস রিলায়েন্স রিটেল তাদের দুর্দান্ত সাপ্লাই চেন, স্টোর নেটওয়ার্ক ও শক্তিশালী লজিস্টিক এবং পরিকাঠামোর সাহায্যে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের উপকৃত করবে৷’
সিঙ্গাপুরের সংস্থা GIC বিশ্বের অন্যতম বৃহত্তম ইনভেস্টমেন্ট সংস্থা৷ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা গত দু’দশকের বেশি সময় ধরে ৪০ টির বেশি দেশে বিনিয়োগ করেছে৷ বিশ্বজুড়ে ১০টি অফিসে জিআইসি-র কর্মীসংখ্যা ১৭০০৷
এদিকে এই নিয়ে রিলায়েন্স রিটেলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ৩০ হাজার ৩৬০ কোটি টাকা৷ গত পয়লা অক্টোবর আবু ধাবির সংস্থা মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানিও ঘোষণা করেছে, তারা রিলায়েন্স রিটেলে ৬,২৪৭.৫ কোটি টাকা বিনিয়োগ করবে ১.৪ শতাংশ শেয়ারের বিনিময়ে৷ এছাড়াও সিলভার লেক, জেনারেল অ্যাটলান্টিক সহ গত ৩ সপ্তাহে ৬টি বড় বিনিয়োগ এল রিলায়েন্স রিটেলে৷ ফলে মুকেশ আম্বানীর সংস্থার প্রি-মানি ইক্যুইটি ভ্যালু হয়ে গিয়েছে ৪.২৮৫ লক্ষ কোটি টাকা৷
Comments are closed.