মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন, সঙ্গীতশিল্পীকে চোখের জলে চিরবিদায় জানালেন স্ত্রী জ্যোতি, সন্তান ও সঙ্গীত দুনিয়ার তারকারা
শেষকৃত্য সম্পন্ন হল সুরের জাদুকর সঙ্গীতশিল্পীর কে কের। শিল্পীর অকাল প্রয়াণে চোখে জল নিয়ে সমস্ত ভক্ত, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা চিরবিদায় জানালেন। মুম্বাইতে তাঁর বাড়িতে অন্তিম দর্শনের পর ভারসোভা শ্মশানে শেষকৃত্য হয়। উপস্থিত ছিলেন, গায়ক অলকা ইয়াগনিক এবং রাহুল বৈদ্য। পরিবারকে সমবেদনা জানাতে আসেন অভিজিৎ ভট্টাচার্য, জাভেদ আলী এবং সেলিম বণিক। এসেছিলেন, হরহরণ, শ্রেয়া ঘোষাল। কান্নায় ভেঙে পড়েন শ্রেয়া ঘোষাল। সঙ্গীতশিল্পী রাঘব সাচারকে দেখা যায় কে কে এর পরিবার এবং আত্মীয়দের প্রতি সমবেদনা জানাতে। এছাড়াও শিল্পীকে শেষবারের শ্রদ্ধা জানাতে এসেছিলেন সঙ্গীত জগতের আরও অনেকে।
বৃহস্পতিবার মুম্বাইইয়ের বাড়ি থেকে ফুল দিয়ে সজ্জিত একটি অ্যাম্বুলেন্সে করে সঙ্গীতশিল্পীর নশ্বর দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কলকাতার নজরুল মঞ্চে অনষ্ঠান শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীতশিল্পী কে কে।সঙ্গীতশিল্পীকে শেষবারের মতো দেখতে অনুরাগীদের ভিড় ছিল ভারসোভা শ্মশানের বাইরে। সেখানেই কে কে-এর গানেই কে কে-কে চিরবিদায় জানালেন অনুরাগীরা।
Comments are closed.