কেকে’কে নিয়ে তাঁর মন্ত্যের জের কার্যত তোলপাড় সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া রাতারাতি খলনায়ক হয়ে উঠেছেন জাতীয় পুরস্কার প্রান্ত গায়ক রূপঙ্কর বাগচী। কেকে মৃত্যুর পর নজিরবহীন আক্রনের শিকার হয়েছেন তিনি। এসবের মধ্যেই এবার সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রূপঙ্কর।শনিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্যের ব্যাখ্যা করলেন রূপঙ্কর বাগচী।
এদিন তিনি সাফ বলেন, নিজের বক্তব্য তিনি গুছিয়ে বলতে পারিনি। যার ফলেই এত বিতর্ক। সেই সঙ্গে তিনি জানান, গায়ক কেকে সম্পর্কে তাঁর কোনও বিদ্বেষ নেই। রূপঙ্কর আরও জানান, কেকে-কে নিয়ে তিনি ফেবসুক লাইভ যে মন্তব্য করেছেন তা ডিলিট করলেন, পাশাপাশি কেকে-এর পরিবারের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
শুক্রবারের সাংবাদিক বৈঠকে রূপঙ্কর আরও বলেন, মুহূর্তের অসর্কর্তায় তাঁর করা মন্তব্যের জেরে যে এই পরিস্থিতির তৈরী হবে তা তিনি কল্পনা করতে পারিননি। তাঁর দাবি, কেকে’র অনুষ্ঠান নিয়ে যে পরিস্থিতির তৈরী হয়েছিল, তিনি তার বিপক্ষেই কথা বলছেন। আরও দাবি করেন, গায়ক হিসেবে তাঁর কোনও হতাশা ন নেই। তিনি শুধুমাত্র বাঙালি আবেগের কথা মাথায় রেখেই কথাগুলো বলতে চেয়েছিলেন।
উল্লেখ্য কেকে-র অনুষ্ঠান এবং তাকে কেন্দ্র করে একাংশের আবেগের বিরোধিতা করে একটি ফেসবুক লাইভ করেন রূপঙ্কর। সেখানে বেশ কিছু ‘বিতর্কিত’ মন্তব্য করেন রূপঙ্কর। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, রুপঙ্কর বলেন বাংলায় এমন অনেক গায়ক আছেন যাঁরা কেকে’র থেকে ভালো গান করেন। ঘটনাচক্রে, রূপঙ্করের মন্তব্যের কিছু মুহূর্তে পরেই শিল্পীর মৃত্যুর ঘটে। আর এই ঘটনাই কার্যত আগুনে ঘী’এর সংযোগ ঘটায়। সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ গায়ক রূপঙ্করকে বয়কটের ডাক দেন। আর এসবের মাঝেই বিতর্কের ইতি টানতে সাংবাদিক বৈঠক করে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন রূপঙ্কর।
Comments are closed.