আমতার ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যু মামলায় সোমবার আদালতে তদন্ত রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল বা সিট্। ৮২ পাতার এই রিপোর্টে সিটের তরফে জানানো হয়েছে, তদন্ত প্রায় শেষের পর্যায়। হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবের রিপোর্ট এসে পৌঁছেছে। কিন্তু কলকাতার ল্যাবের রিপোর্ট এখনও না আসায় তদন্ত শেষ করতে পারছে না তারা। জানা গিয়েছে, নিহত আনিস খানের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করানোর জন্য হায়দ্রাবাদে পাঠানো হয়েছিল। সেখান থেকে রিপোর্ট চলে এসেছে। মৃত ছাত্র নেতার ফোন থেকে কী কী তথ্য উদ্ধার হয়েছে তা ৮২ পাতার রিপোর্টে উল্লেখ করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে আনিস খানের বাড়ির আশেপাশের সিসিটিভিগুলি কলকাতার ল্যাবে পাঠানো হয়েছিল, সেখান থেকে রিপোর্ট এলেই তদন্ত শেষ করতে পারবে সিট্।
সিট্ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোন পথে তদন্ত এগিয়েছে, কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্তের স্বার্থে পলিগ্রাফ টেস্টও করা হয়েছে। এই সমস্ত কিছুই রিপোর্টে উল্লেখ করেছেন গোয়েন্দারা। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। আনিস খানের পরিবারের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও রিপোর্টের একটি কপি পাঠানো হয়েছে। এখন দেখার আগামী সোমবার মামলাকারীর তরফে সিটের তদন্ত নিয়ে আদালতে কী সওয়াল করা হয়।
Comments are closed.