আকাশ মেঘলা, রাজ্যে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা ও তার উপকূলবর্তী এলাকায় সাইক্লোনিং সার্কুলেশন তৈরি হয়েছে। এর জেরে এই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার দুপুর থেকে কলকাতার আকাশ মেঘলা। আই এম ডির তরফে জানানো অয়েছে, ১৮ তারিখ অর্থাৎ শনিবার ও ১৯ ফেব্রুয়ারি রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

অন্যদিকে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয় এবং নাগাল্যান্ডে। পাশাপাশি বাংলাতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এরমধ্যেই আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষে শহরে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

Comments are closed.