শহর কলকাতার মুকুটে নয়া পালক। শিশু দিবস উপলক্ষ্যে গুগলের ডুডল আর্ট ওয়ার্ক প্রতিযোগিতায় ভারত সেরা হল কলকাতার শ্লোক মুখার্জি। দেশের মধ্যে ১০০ টিরও বেশি শহর এবং প্রায় ১ লক্ষ ১৫ হাজার ছবির মধ্যে শ্লোকের আঁকা ছবিকে সেরা হিসাবে বেছে নিয়েছে বিশ্বের ১ নম্বর সার্চ ইঞ্জিন গুগল।
প্রতি বছরই শিশু দিবস উপলক্ষ্যে ভারতে খুদেদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে গুগল। একটি নির্দিষ্ট থিমের ওপর অনলাইনে এই ডুডল আঁকার প্রতিযোগিতার আয়োজন করে গুগল। তাদের এবারের থিম ছিল ‘আগামী ২৫ বছরে ভারত’। আর প্রতিযোগিতায় নিজের আঁকা ছবির জন্য সেরার শিরোপা পেয়েছে কলকাতার খুদে।
‘আগামী ২৫ বছরে ভারত’ থিমে শ্লোক দেখিয়েছে, আগামী দিনে বিজ্ঞান প্রযুক্তিতে দেশের অবস্থা। আগামী দিনে বিজ্ঞানকে মানবতার স্বার্থে কীভাবে কাজে লাগানো হবে, তাই নিজের আর্টওয়াকে ফুটিয়ে তুলেছে শ্লোক। সেই সঙ্গে যোগ এবং আয়ুর্বেদের গুরুত্বও নিজের ছবিতে ফুটিয়ে তুলেছে শ্লোক। আর যাতে করেই সারা দেশের মধ্যে সেরার সেরা হয়েছে সে।
উল্লেখ্য, শিশু দিবস উপলক্ষ্যে প্রতি বছরই গুগলের তরফে এই আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১-১২ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। বিজয়ীদের পুরস্কার হিসেবে গুগলের তরফে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা এবং স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ দেওয়া হয় সংস্থার তরফে।
Comments are closed.