ছুটি কাটাতে অনেকেই দার্জিলিং-এ পাড়ি দিয়েছেন। পাহাড়ের পরিষ্কার আকাশে চুটিয়ে ছুটি উপভোগ করছেন তাঁরা। এর মধ্যে কয়েকবার কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া গিয়েছে। এবার পর্যটকদের জন্য আরও সুখবর দিল আবহাওয়ায় দফতর। জানা গিয়েছে, রবিবার নাগাদ পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সোম ও মঙ্গলবার দার্জিলিং এবং আশেপাশের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। একে পাহাড়, তার ওপরে বরফ, আবহাওয়া দফতরের ঘোষণায় স্বাভাবিক কারণেই খুশি পর্যটকেরা।
এবারে বেশ কয়েকবার দার্জিলিং-এ তুষারপাতের সম্ভবনা থাকলেও তা হয়নি। ফলে কিছুটা আফসোস ছিল পর্যটকদের মধ্যে। যদি আবহাওয়ায় দফতরের পূর্বাভাস সত্যি হয়, তাহলে সে আফসোস মিটতে চলেছে।
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বর্তমানে উত্তর সিকিমে তুষারপাত হচ্ছে। রবিবার রাতের দিকে দার্জিলিং ও আশেপাশের এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যার জেরে সোম এবং মঙ্গলবার তুষারপাত হওয়ার সম্ভবনা রয়েছে।
Comments are closed.