মুখ্যমন্ত্রী মমতার ওপর হামলার প্রতিবাদে মিছিলের নেতৃত্বে সোহম
পায়ে চোট পেয়ে গতকাল নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন মমতা।
নন্দীগ্রামের ঘটনাকে ‘সুপরিকল্পিত হামলা’র তকমা দিলেন চন্ডীপুর প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী। বুধবারের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল বেড় করেন তিনি।
পায়ে চোট পেয়ে গতকাল নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরছেন মমতা। এরপর তাঁকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। বেয়াপাড়ার একটি মন্দিরে পুজো দিয়ে বেড়ানোর সময় ধাক্কাধাক্কিতে পায়ে চোট পান দলনেত্রী। ওই ঘটনার পরপরই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়ে যায়।
বুধবার অভিনেতা সোহম নিজের টুইটারে প্রতিবাদ মিছিলে বেশ কয়েকটি ছবি ছেপে দেন। মমতা ব্যানার্জীর উপর আক্রমনকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সুপরিকল্পিত হামলার প্রতিবাদে চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কোটনাউরী মোড় থেকে ভগবানপুর পর্যন্ত প্রতিবাদ মিছিল। মমতা বন্দোপাধ্যায়ের ওপর এই আক্রমনের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। pic.twitter.com/okhRsckRXf
— Soham Chakraborty (@myslf_soham) March 10, 2021
তৃণমূল নেতা সোহম চক্রবর্তীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু হয় চন্ডীপুর বিধানসভার অন্তর্গত কোটনাউরী মোড় থেকে ভগবানপুর পর্যন্ত। এই বছর তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে চন্ডীপুরের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সোহম চক্রবর্তী।
Comments are closed.