বদল করা হচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ও উত্তরপত্রের। দুটি ভাগে নয়, একটিই প্রশ্নপত্র হবে। আর এরজন্য উত্তরপত্র হবে একটিই। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
সেখানে জানানো হয়েছে, ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় একটি মাত্র প্রশ্নপত্র হবে। বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত। ১০ জুনের মধ্যে ফল প্রকাশ করা হবে। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এই বছর ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে।
এতদিন উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুটি ভাগে প্রশ্নপত্র হত। পার্ট-এ প্রশ্নপত্রের উত্তর লিখতে হত সাদা উত্তরপত্রে। আর পার্ট-বি র প্রশ্নপত্র থাকত কোয়েশ্চেন কাম অ্যানসার হিসাবে অর্থাৎ উত্তর লিখতে হত প্রশ্নপত্রেই। একসঙ্গে ভাগের উত্তর একসঙ্গে জুড়ে জমা দেওয়া হত।
বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে ছাত্র-ছাত্রী, পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের মতামত ও পরামর্শকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Comments are closed.