প্রবীণদের নিঃসঙ্গতা কাটাতে পুলিশের উদ্যোগে শিলিগুড়িতে চালু ‘সম্মানের বাড়ি’

নিঃসঙ্গতায় কাটছে বার্ধক্য? কথা বলার বা শোনার মতন কেউ নেই? চিন্তা নেই। চালু হয়েছে ‘সম্মানের বাড়ি’। প্রবীণদের নিয়ে নতুন চিন্তা ভাবনা শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে একটি বেসরকারি সংগঠনকে সঙ্গে নিয়ে মাটিগাড়ায় উত্তরায়ণ টাউনশিপে তৈরি হয়েছে ‘সম্মানের বাড়ি’। তবে এই সম্মানের বাড়ি কোনও বৃদ্ধাশ্রম নয়। এটি একটি ক্লাব। শিলিগুড়ি পুলিশ ১৫ জনের একটি কমিটি তৈরি করেছে সম্মানের বাড়ির জন্য।

এই ক্লাবের ছাদের তলায় রয়েছে বিনোদন থেকে শুরু করে গল্পগুজব করা, আড্ডা মারার সব ব্যবস্থা। সারাদিন টিভি দেখা থেকে শুরু করে গেট টুগেদার সব করতে পারবেন প্রবীণ নাগরিকরা। অসুস্থ হয়ে পড়লে বা কোনও অসুবিধায় পড়লে পুলিশকে পাশে পাবেন তাঁরা। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, কর্মসূত্রে এখন সন্তানরা বাইরে থাকেন। স্বামী হারিয়ে বা স্ত্রীকে হারিয়ে নিঃসঙ্গতা কাটিয়ে একা অনুভব করেন অনেকে। তাই তাঁদের জন্য ‘সম্মানের বাড়ি’ নামে এই ক্লাব খোলা হয়েছে। এই ক্লাবের সদস্যদের বাড়িতে ১৫ দিন অন্তর পুলিশকর্মীরা গিয়ে খোঁজ নেবেন। এছাড়াও সম্মানের বাড়ির সদস্যরা শহরের কিছু নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় পাবেন।

এর আগেও রাজ্যে প্রবীণদের সাহায্যের জন্য চালু হয়েছিল প্রণাম প্রকল্প। শহরের প্রবীণ নাগরিকদের বিপদে-আপদে সাহায্যের হাত বাড়ানোর উদ্দেশ্যে তৈরি হয়েছিল কলকাতা পুলিশের প্রণাম প্রকল্প। ৬৫ বছর বা তার বেশি বয়স্ক প্রবীণ নাগরিকরা এই প্রকল্পে নিজেদের নথিভুক্ত করতে পারেন। প্রকল্পে নাম নথিভুক্ত করালেই কলকাতা পুলিশকে পাশে পাওয়া যায়। এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চালু হল সম্মানের বাড়ি। এই ক্লাব চালু হওয়ায় খুশি শহরের প্রবীণ নাগরিকরা।

 

Comments are closed.