বউবাজার জট কাটছে! মেট্রো টানেলের কাজ শেষ হবে চলতি বছরেই, আশ্বাস কেএমআরসিএলের 

খুব শীঘ্রই ধর্মতলা শিয়ালদহ মেট্রো জুড়ে যেতে চলছে। রেল বোর্ডের  আশ্বাসে অন্তত তেমনটাই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, বউ বাজার অঞ্চলে মাটির তলায় যে সাড়ে চার মিটার অংশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, তা সমাধান করা গিয়েছে। যার ফলে খুব শীঘ্রই ওই জায়গায় লাইন পাতার কাজ শুরু হবে বলে রেল বর্ডার তরফে জানানো হয়েছে। 

মেট্রো রেল সূত্রে খবর, ওই সাড়ে চার মিটার অংশে কংক্রিটের বেস স্ল্যাব তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে। সুড়ঙ্গের সাইড ওয়াল তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। এরপর তৈরি হবে সুড়ঙ্গের রিং। সেই সঙ্গে জুড়ে যাবে সুড়ঙ্গের ছাদও। আর তারপরেই শুরু হবে লাইন পাতার কাজ। সব মিলিয়ে বউবাজার অংশের কাজের গতি দেখে খুশি রেল বোর্ডের কর্তারা। প্রসঙ্গত, ২০২২ সালে অক্টোবর মাসে বউবাজারের এই অঞ্চলে মেট্রো রেলের কাজ ঘিরে বিপত্তি শুরু হয়। তার পর বেশ কয়েকবার এই অঞ্চল নিয়ে জটিলতা দেখা দেয়। যার ফলে বেশ অনেক দিন ধরেই মেট্রো রেলের কাজ আটকে ছিল। 

প্রসঙ্গত কয়েকদিন আগে ইতিহাস গড়েছে মেট্রো রেল। ধর্মতলা দিয়ে গঙ্গা পেরিয়ে মেট্রোর দুটি রেক হাওড়া ময়দান স্টেশনে পৌঁছায়। তবে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এটি ট্রায়াল রান ছিল না। ট্রায়াল রানের  প্রস্তুতি পর্ব ছিল। তবে বউবাজার অংশের কাজ শেষ হলে পুরোদমে ট্রায়াল রান শুরু হবে বলে খবর।  

   

Comments are closed.