ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। করোনা হলেও ওমিক্রন নেগেটিভ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। হাসপাতাল সূত্রে খবর শুক্রবারই মহারাজকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত হোম আইসলেশনে থাকবেন তিনি।
কয়েকদিন আগেই কোভিড পজেটিভ হন সৌরভ। তার আগেই তাঁর জ্বর হয়েছিল। করোনা টেস্ট করার পর রিপোর্ট পজেটিভ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন তিনি। রাতে ঘুমও হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য এর আগে সৌরভের দাদা স্নেহাসিস চক্রবর্তী এবং মা নিরুপা গাঙ্গুলি কোভিড আক্রান্ত হন। সেসময় দু’জনেকেই হাসপাতালে ভর্তি করা হয়। তবে, সৌরভ করোনা সংক্রমিত হওয়ার পর তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং কন্যা সানারও কোভিড টেস্ট করা হয়। দু’জনেরই কোভিড নেগেটিভ আসে।
Comments are closed.