দ্বিতীয় দফায় ৪ জেলায় ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার সঙ্গে ভোটগ্রহণ হবে দক্ষিণ ২৪ পরগণার ৪ কেন্দ্রে।
এই জেলায় মোট ৩১ টি বিধানসভা আসন। এরমধ্যে গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগরে ভোটগ্রহণ হতে চলেছে পয়লা এপ্রিল।
এক নজরে দেখে নেওয়া যাক, দক্ষিণ ২৪ পরগণার এই আসনগুলির কী অবস্থা?
২০১৬ সালে গোসাবা বিধানসভায় তৃণমূলের জয়ন্ত নস্কর জেতেন। ২০১৯ লোকসভায় তৃণমূল প্রায় ৩০ হাজার ভোটে এগিয়ে।
একুশের ভোটে জয়ন্ত নস্করের কাঁধে ভর দিয়েই এই আসনে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া তৃণমূল। বিজেপির হয়ে লড়ছেন চিত্ত (বরুণ) প্রামাণিক। সংযুক্ত মোর্চার হয়ে লড়ছেন আরএসপির অনিলচন্দ্র মণ্ডল।
পাথরপ্রতিমায় ২০১৬ সালে জেতেন তৃণমূলের সমীরকুমার জানা (১,০৭,৫৯৫)। লোকসভার বিধানসভার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে ৩৬ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের বিধানসভা ভোটেও এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সমীরকুমার জানা। বিজেপি দাঁড় করিয়েছে প্রার্থী অসিত হালদারকে। কংগ্রেসের সুখদেব বেরা লড়াই করছেন।
২০১৬ তে কাকদ্বীপ বিধানসভায় তৃণমূলের মন্টুরাম পাখিরা ১০৪৭৫০ ভোট পান, কংগ্রেসের রফিকউদ্দিন মোল্লা পান ৭৯৮৩১ ভোট। ২০১৯-এর ভোটে ২০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল।
একুশের ভোটে কাকদ্বীপ বিধানসভায় মন্টুরাম পাখিরার ওপর ভরসা করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা। সংযুক্ত মোর্চার প্রার্থী ইন্দ্রনীল রাউত।
সাগরে ২০১৬ সালে তৃণমূলের বঙ্কিম হাজরা ১,১২,৮১২ ভোট পান। সিপিএমের অসীম মণ্ডল পান ৯৪,৭৪১ ভোট। ২০১৯-এর লোকসভা ভোটে এই কেন্দ্রে ৩২ হাজারের বেশী লিড আছে তৃণমূলের।
এবারও তৃণমূলের প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। বিজেপির টিকিটে লড়াই করছেন বিকাশ কামিলা। সিপিএম প্রার্থী শেখ মুকুলেশ্বর রহমান।
Comments are closed.