শীতকাল মানেই ভ্রমণ। আর ভ্রমণপ্রিয় বাঙালির জন্য সুখবর আনলো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। নতুন করে ৩০ টি রুটে চালু হচ্ছে বাস পরিষেবা। পাশাপাশি এখন যে সব বাস চলছে সেইসব রুটেও বাড়ছে বাসের সংখ্যা। শীতের সময় ছোটখাটো ট্যুর করেন বাঙালিরা। পিকনিক থেকে শুরু করে দীপুদা, ২ থেকে ৩ দিনের ছুটিতে সবাই ঘুরতে যান। তাই পর্যটকদের জন্য বিশেষ ভাবনা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার।
যেমন বোলপুর থেকে দিঘা, টাকি থেকে দিঘা, দুর্গাপুর থেকে কৃষ্ণনগর, মালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত নতুন রুট ছাড়াও আরও কয়েকটি রুটে চলবে বাস।
যেকোনও সময় বাঙালির প্রথম পছন্দ দীপুদা অর্থাৎ দিঘা, দার্জলিং ও পুরী। এছাড়াও এখন অনেকে শান্তিনিকেতনে যাচ্ছেন ঘুরতে। তাই এই দুটি পর্যটন স্থলকে একসঙ্গে জুড়তে বাস রুট চালু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)। দুর্গাপুজো হোক বা শীতের মরশুম। সাধারণ মানুষের কথা মাথায় রেখে নতুন বাস রুট চালু করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC)।
উল্লেখ্য, দুর্গাপুজোর ঠিক আগেই SBSTC-র অস্থায়ী কর্মীরা একাধিক দাবি নিয়ে লাগাতার আন্দোলন শুরু করেছিলেন। অবশেষে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অস্থায়ী কর্মীদের ২৬ দিনের পূর্ণদিবস কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়।
Comments are closed.