১০ এপ্রিল চতুর্থ দফা থেকে ভোট শুরু হয়েছে উত্তরবঙ্গে। এরমধ্যে ষষ্ঠ দফায় ভোট হয়েছে উত্তর দিনাজপুরে। এবার সপ্তম দফায় ভোটগ্রহণ হবে দক্ষিণ দিনাজপুরে। এই জেলায় মোট আসন সংখ্যা ৬ টি। আর এই ৬টি কেন্দ্রেই ভোট হবে সোমবার অর্থাৎ সপ্তম দফায়।
এই জেলার আসনগুলি হল-কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।
এর আগে একবার দেখে নেব এই কেন্দ্রগুলিতে ১৬ আর ১৯ এর ভোটের ফলাফল কী?
২০১৬ সালে কুশমান্ডি বিধানসভায় জেতেন আরএসপির নর্মদাচন্দ্র রায় (৬৮,৯৬৫)। ২০১৯ সালে সামান্য ভোটে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রেখা রায়। বিজেপি প্রার্থী রঞ্জিত কুমার রায়। আরএসপি প্রার্থী নর্মদাচন্দ্র রায়।
কুমারগঞ্জ বিধানসভায় জয় পান তৃণমূলের তোরাফ হোসেন মণ্ডল (৬৪,৫০১)। লোকসভা ভোটেও এগিয়ে তৃণমূল।
এবারও তৃণমূল প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল। কংগ্রেস প্রার্থী নার্গিস বানু চৌধুরী। বিজেপির টিকিটে লড়াই করছেন মানস সরকার।
গত বিধানসভায় বালুরঘাট আসনে হাড্ডাহাড্ডি লড়ায়ের পর হাজার খানেক ভোটে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীকে হারিয়ে দেন আরএসপির বিশ্বনাথ চৌধুরী। ২০১৯ লোকসভায় প্রায় ৪০ হাজার ভোটে এগিয়ে বিজেপি।
এই কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী অশোক কুমার লাহিড়ী। তৃণমূলের টিকিটে লড়ছেন শেখর দাশগুপ্ত। আরএসপি প্রার্থী সুচেতা বিশ্বাস।
তপন আসনে ২০১৬ সালে জয় পান তৃণমূলের বাচ্চু হাসদা (৭২,৫১১)। ২০১৯ লোকসভায় বিজেপি এই কেন্দ্রে লিড করে প্রায় ২৫ হাজার ভোটে।
এবার তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু। বিজেপি প্রার্থী বুধরাই টুডু। আরএসপি প্রার্থী রঘু ওড়াও।
গঙ্গারামপুর বিধানসভা আসনে ২০১৬ সালে জয় পেয়েছিলেন কংগ্রেসের গৌতম দাস। তিনি এখন তৃণমূলে। ২০১৯ সালে বিজেপি ২২ হাজারের বেশি লিড নিয়েছে।
এবারও এখানে তৃণমূল প্রার্থী গৌতম দাস। সিপিএম প্রার্থী নন্দলাল হাজরা। বিজেপির টিকিটে লড়াই করছেন সত্যেন্দ্রনাথ রায়।
হরিরামপুর আসনে বিধানসভায় জিতেছিলেন সিপিএমের রফিকুল ইসলাম (৭১,৪৪৭)। তৃণমূলের বিপ্লব মিত্র পেয়েছিলেন ৬৬,৯৪৩ ভোট। ২০১৯ সালের লোকসভায় এই কেন্দ্রে এগিয়ে তৃণমূল।
এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। সিপিএম প্রার্থী রফিকুল ইসলাম। বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়।
Comments are closed.