রাজ্যপালের বিরুদ্ধে সরব হলেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তিনি। বিমান ব্যানার্জির অভিযোগ, পশ্চিমবঙ্গের রাজ্যপাল তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন।
স্পিকারদের নিয়ে চলা একটি ভার্চুয়াল বৈঠকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বলেন, রাজ্যপাল বিধাসভায় কাজেও হস্তক্ষেপ করছেন, যা তাঁর এক্তিয়ার বহির্ভূত। বিধানসভায় বিল পাস হওয়ার পর ওঁর কাছে পাঠালেও তাতে সই করছেন না। মন্ত্রিসভায় পাস হওয়া বিল ফেরৎ পাঠিয়ে দিচ্ছেন। বিধানসভা অধ্যক্ষের আওতায় পড়ে রাজ্যপাল তার মধ্যেও হস্তক্ষেপ করছেন বলে দাবি করেন বিমান ব্যানার্জি।
এছাড়াও আট দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করেন স্পিকার বিমান ব্যানার্জি। তিনি বলেন, ২০২০ তে কোভিড আক্রান্ত হয়ে রাজ্যে ৮ বিধায়কের মৃত্যু হয়েছে। চলতি বছরও দু’জন বিধায়ক মারা গিয়েছেন। আর এ সবই হয়েছে আট দফায় ভোট করানোর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের জেরে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম থেকেই এতদিন ধরে ভোট করানোর বিপক্ষে ছিলেন। তাঁর দাবি রাখা হয়নি।
রাজ্যপাল দিল্লি সফর সেরে বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন। ভোট মেটার পর থেকেই রাজ্যের বিরুদ্ধে ক্রমাগত ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরব তিনি।
Comments are closed.