উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রকল্প যেমন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষৎ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে যাতে উচ্চশিক্ষা কর্মসংস্থানের সুযোগ বাড়ে, সে কারণে নভেম্বর মাসে বিশেষ অভিযান শুরু করছে নবান্ন। ২ থেকে ১০ নভেম্বর সারা রাজ্য জুড়ে এই অভিযান চালানো হবে।
এর আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং ভবিষৎ ক্রেডিট কার্ড প্রকল্পে গতি আনতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নবান্নে বৈঠক করেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২ থেকে ১০ নভেম্বরের মধ্যে ভবিষৎ ক্রেডিট কার্ড প্রকল্পে যে সমস্ত আবেদনকারীর ঋণ প্রাথমিকভাবে মঞ্জুর করা হয়েছে তার চূড়ান্ত মঞ্জুর দিতে হবে। ভবিষৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ২০ হাজার ঋণ মঞ্জুর করা হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন। ব্যাঙ্কগুলোর সঙ্গে সেই মর্মেই আলোচনা এগিয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ওই একই সময় সরকারি পোর্টালে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণের কাজও হবে।
Comments are closed.