হাতে গোনা আর কয়েকটা দিন। তার পরেই আলোর উৎসবে মাতবে বাংলা। সঙ্গে গোটা দেশে দীপাবলি। ১২ নভেম্বর রবিবার রাজ্যে কালীপুজো। ইতিমধ্যেই বুধবার থেকে পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে কবের মধ্যে প্রতিমা নিরঞ্জন করতে হবে এবার তা নিয়ে নির্দেশিকা জারি করল প্রশাসন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবছর ১৩, ১৪ ও ১৫ নভেম্বর কালীপুজোর বিসর্জন চলবে। ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওই দিনের মধ্যেই পুজো কমিটিগুলোকে বিসর্জন সেরে ফেলতে বলা হয়েছে। নির্দিষ্ট দিনের মধ্যে বিসর্জন না সারলে পুজো কমিটিগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও খবর।
উল্লেখ্য এবারে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে ভিড় সামলেত বিশেষ উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্রদফতর। জানা গিয়েছে, দুই পুজো উপলক্ষ্যে এবারে অস্থায়ী হোমগার্ড নিয়োগ করতে চলেছে রাজ্য প্রশাসন।
Comments are closed.