১ এপ্রিল থেকে ষষ্ঠবারের জন্য শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির। ইতিমধ্যেই নবান্নের তরফে একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হচ্ছে। দুয়ারে সরকার শিবির নিয়ে এবার চমকপ্রদ ঘোষণা করল নবান্ন। জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরেই রাজ্যের ‘চোখের আলো’ কর্মসূচির কাজও হবে। অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকেই চক্ষু পরীক্ষার সুযোগ মিলবে।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই প্রত্যেক জেলার জেলাশাসক, সিএমএইচদের চিঠি দিয়ে শিবিরগুলোতে চক্ষু পরীক্ষার উপযুক্ত বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে। প্রাথমিকভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে, শিবিরে গিয়ে চক্ষু পরীক্ষার জন্য কেউ আবেদন করলে তিন দিনের মধ্যে আবেদনকারী যাতে চক্ষু পরীক্ষা করতে পারেন তা শিবির থেকেই ব্যবস্থা করে দিতে হবে। দুটি বয়েসের গ্রুপে ভাগ করে এই পরিষেবা দেওয়া হবে। প্রথম গ্রুপটিতে ৪৫ বছরের কম এবং দ্বিতীয় গ্রুপটি ৪৫ বছরের বেশি বয়েসীদের নিয়ে চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত চক্ষু পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
উল্লেখ্য, আগামী ১ এপ্রিল থেকে দুয়ারে সরকার শিবির শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। তবে এবারে বুথস্থরে গিয়ে শিবির আয়োজনের পরিকল্পনা নিয়েছে নবান্ন। যে কারণে একাধিক সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্সও তৈরি করেছে নবান্ন।
Comments are closed.