সোমবার যুবভারতীতে রয়েছে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি ম্যাচ। মেট্রোর তরফে জানানো হয়েছে, এদিন রাত ১০.৩০ এবং ১০.৪০ নাগাদ দু’টি মেট্রো সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ছাড়বে। মেট্রো দুটি সাত মিনিটের মাথায় পৌঁছে যাবে শিয়ালদহ স্টেশনে।
মফঃস্বল থেকে খেলা দেখতে আসা দর্শকরা যাদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে কারণেই এই ব্যবস্থা। বিশেষ মেট্রোর পাশাপাশি স্টেডিয়ামের বইরে বিশেষ বাসেরও ব্যবস্থা থাকবে শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেই এই ব্যবস্থা করা হয়েছে।
এদিনের খেলা রয়েছে রাত ৮টা থেকে। দর্শকদের কথা ভেবেই ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ মেট্রোকে অনুরোধ করে বিশেষ মেট্রো চালানোর জন্য। সেই সঙ্গে রাজ্যের পরিবহন দফতরকে বিশেষ বাসেরও অনুরোধ করেছিল কর্তৃপক্ষ। সেই মতোই বিশেষ বাসেরও ব্যবস্থা থাকছে।
উল্লেখ্য, শনিবার মোহনাবাগানের ম্যাচের দিনও বিশেষ মেট্রোর ব্যবস্থা ছিল। কিন্তু যে সময় মেট্রোগুলো ছাড়ে, অনেক দর্শকই তা ধরতে পারেনি বলে অভিযোগ। সে কারণে সোমবার মেট্রোর সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
Comments are closed.