রাত পোহালেই ইডেনে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ। জানা গিয়েছে, ইডেন প্রায় ‘হাউস ফুল’। সব টিকিটই প্রায় বিক্রি। এবার দর্শকদের কিছুটা স্বস্তির খবর দিল মেট্রো। ম্যাচ শেষে আর বাড়ি ফেরার চিন্তা থাকছে না। মেট্রোর তরফে মঙ্গলবার ম্যাচ শেষে বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয়েছে।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, রাত সাড়ে দশটার পর দুটি বিশেষ মেট্রো দুদিকে চলবে। কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রাত পৌনে ১১টায় এসপ্ল্যানেড থেকে একটি মেট্রো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাবে। সেটি দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। একই সময় অন্য একটি মেট্রো এসপ্ল্যানেড থেকে রওনা দিয়ে কবি সুভাষে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে।
কলকাতার পাশপাশি ইডেনে ম্যাচ দেখতে শহরতলি থেকে অগুনতি দর্শক আসেন। তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ মেট্রো।
Comments are closed.