দুর্গাপুজোয় কয়েক দিন সারারাত মেট্রো চালিয়েছিল কলকাতা মেট্রো। পুজোর কয়েক দিনে রেকর্ড পরিমাণ রোজাগারও হয়েছে মেট্রোর। দুর্গাপুজোর পর এবার কালীপুজোর দিনও বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর তরফে তেমনটাই জানানো হয়েছে।
পুজোর দিন দক্ষিণেশ্বর এবং কালীঘাটের দর্শনার্থীদের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ দুটি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালীপুজো পড়েছে রবিবার দিন। ওদিন, কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে আপ এবং ডাউন মিলিয়ে ৬৬ টি করে মোট ১৩২টি মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। এদিন দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ সকাল ৯টায় ছাড়বে প্রথম মেট্রো। সাধারণত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো ছাড়ে রাত ৯টা ২৭ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ৯.২৮ মিনিটে। তবে কালীপুজোর দিন দু’জায়গা থেকেই মেট্রো ছাড়বে রাত ১০টায়।
Comments are closed.