২১ শে জুলাই ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাওড়া স্টেশনে, TheBengalStory-কে জানালেন পূর্ব রেলের সিপিআরও
২১ জুলাই উপলক্ষ্যে জেলা থেকে হাওড়া স্টেশন হয়ে অনেকে আসবেন ধর্মতলায়। তাই ভিড় সামলাতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন। পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন, হাজার হাজার মানুষ ওইদিন হাওড়া স্টেশন হয়ে ধর্মতলামুখী হবেন। এত মানুষের ভিড় সামলানো মুখের কথা নয়। তাই সবাইকে অন ডিউটি করা হয়েছে। স্টেশনের আরপিএফ ও জিআরপির পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে তিনি এও বলেন, যাঁরা আসবেন, তাঁদেরকেও শৃঙ্খলা মেনে চলতে হবে। তবেই স্টেশন চত্ত্বরের পরিবেশ সুস্থ থাকবে।
শুধুমাত্র হাওড়া স্টেশনেই মোট সাড়ে চারশো পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার হাওড়া স্টেশন পরিদর্শন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও রেলের ডিআইজি। অরূপ রায় দাবি করেন, শুধুমাত্র হাওড়া থেকেই কমপক্ষে ৫০ হাজার কর্মী ধর্মতলায় যাবেন। ২ বছর করোনার জন্য তৃণমূলের ২১ শে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সমাবেশ হয়নি। ২ বছর ভার্চুয়ালি পালিত হয়েছে ২১ শে জুলাই। এই বছর সভা করে পালন করা হচ্ছে ২১ শে। তাই অতিরিক্ত ভিড় হবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ২১ এ তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। এরপরই প্রথম সভা করে ২১ শে জুলাই হচ্ছে। তাই ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ। তৃণমূলের পক্ষ থেকে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু হাওড়া ও শিয়ালদহ স্টেশনে এদিন সকাল থেকেই থাকবে ভিড়। তাই ভিড় নিয়ন্ত্রণ করতে বিশেষ ব্যবস্থা করেছে রেল।
Comments are closed.