উৎসবের মরশুম চলছে বাংলায়। চন্দননগর, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় অসংখ্য মানুষের জমায়েত হচ্ছে। জগদ্ধাত্রী পুজো মিটলেই শুরু হচ্ছে রাস উৎসব। রাসের জন্য বিখ্যাত নদীয়ার শান্তিপুর। বিরাট সংখ্যক মানুষের জমায়েত হয় উৎসবের দিনগুলোতে। কলকাতার পাশাপশি দূর দূরান্ত থেকে অগুনতি মানুষ নদীয়ার শান্তিপুরে আসে। এবার সে কারণেই বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। রাস উৎসবের দিন বিশেষ ট্রেন চলবে। সেই সঙ্গে উৎসবের দিনগুলো বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হবে।
শিয়ালদহ থেকে শান্তিপুর যাবে বিশেষ এই ট্রেনটি। ট্রেনটি আগামী ২৯ নভেম্বর শিয়ালদহ থেকে রাত ৯টা বেজে ৬মিনিটে ছাড়বে। শান্তিপুরে পৌঁছাবে রাত ১১টা ৩২ মিনিটে। ফের শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে মাঝ রাতে ১২টা ১০ মিনিটে। ট্রেনটি শিয়ালদহ ঢুকবে রাত ২টো ৩৫ মিনিটে। এছাড়াও শিয়ালদহ ডিভিশনের ২২টি ট্রেন অস্থায়ীভাবে বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে স্টপেজ দেবে। রাস উৎসবে আগত দর্শনার্থীরা বিশেষ এই ট্রেনে উপকৃত হবেন বলে রেলের তরফে এই ব্যবস্থা।
Comments are closed.