রাজ্য বিজেপির সংগঠনে ফের বড়সড় পরিবর্তনের সম্ভবনা, গেরুয়া শিবিরের অন্দরে এমনটাই জল্পনা। আর এই রদবদলের জেরে পর্যবেক্ষকের পদ হারাতে পারেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশের মতো কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, কালীপুজোর পরেই এই পরিবর্তন করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
বাংলায় পরাজয়ের পরে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় নেতৃত্ব। মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে খবর, এবার পর্যবেক্ষকদের জায়গায়ও বড়সড় পরিবর্তন আনতে চলছেন শাহ, নাড্ডারা। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত মালব্য থাকলেও, কৈলাস বিজয়বর্গী, শিবপ্রকাশদের এ রাজ্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। পর্যবেক্ষকদের মতে, বাংলায় একুশের ভরাডুবির পর সংগঠনকে নতুন করে সাজাতে উদ্যোগী হয়েছে বিজেপি। ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই পরিবর্তন বলে অনেকে মনে করেছেন।
সেই সঙ্গে আরও জানা গিয়েছে, নতুন এই পরিবর্তনে তৃণমূল থেকে আসা নেতাদের যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল, সে বিষয়ে সচেতনতা অবলম্বন করতে চাইছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব।
উল্লেখ্য বাংলায় ভোটে পরাজয়ের পরেই কৈলাস বিজয়বর্গী সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের একাংশ। মঙ্গলবারও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কৈলাস বিজয়বর্গীকে তীব্র কটাক্ষ করে একটি ট্যুইট করেন। কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে যেভাবে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছিল, তাতে কৈলাসদের সরানো এখন শুধু সময়ের অপেক্ষা, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
Comments are closed.