পিএসজি’র সঙ্গে নতুন করে এখনও চুক্তি স্বাক্ষর করেননি লিওনেল মেসি। কারণ, হিসেবে জানা যাচ্ছে, মেসির সঙ্গে নাকি বেতন নিয়ে ক্লাব কর্তৃপক্ষের বিবাদ শুরু হয়েছে। যা নিয়ে ফের একবার মেসির পিএসজি ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।
মেসিকে পরবর্তী মরশুমের জন্য সই করাতে চায় পিএসজি। তবে ক্লাবের শর্ত, মেসিকে তাঁর আগের বেতন দিতে পারবে না ক্লাব, বেতন কমাতে হবে। এই মুহূর্তে ক্লাবের আর্থিক সমস্যা রয়েছে, মেসিকে আগের বেতন দিয়ে সই করাতে গেলে বাকি অনেক খেলোয়াড়কে পারিশ্রমিক দেওয়া যাবে না। মেসিকে পিএসজি’তে থাকতে হলে বেতন কিছুটা কমাতে হবে। এদিকে ফরাসি ক্লাবের এই শর্ত মানতে রাজি নন লিও। এক ক্রীড়া দৈনিকের খবর, মেসির তরফে তাঁর বাবা এবং এজেন্ট সাফ জানিয়ে দিয়েছে, বেতন কোনও ভাবেই কম করা যাবে না। মেসির তরফে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী তিনি বেতন পেলে তাঁর ফরাসি ক্লাবে থাকতে সমস্যা নেই। এদিকে ক্লাবের সঙ্গে এই বিবাদ সামনে আসতেই মেসিকে নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে।
Comments are closed.