এবার বেসুরো রায়গঞ্জের বিজেপি বিধায়ক;দেবশ্রী চৌধুরী আমায় ভোটে হারাতে চেয়েছিলেন, জল্পনা জাগিয়ে মন্তব্য কৃষ্ণ কল্যাণীর
উত্তর দিনাজপুরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপিরই বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
রায়গঞ্জের বিজেপি বিধায়কের চাঞ্চল্যকর দাবি, একুশের নির্বাচনে তাঁকে হারাতে চেয়েছিলেন দেবশ্রী। সেই সঙ্গে তিনি আরও বলেন, সাংসদ তাঁকে হারাতে না পেরে দল থেকেই বের করে দেওয়ার ষড়যন্ত্র করছেন দেবশ্রী। অভিযোগের পাশাপাশি নিজের বিধায়ক কার্যলয় থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছবিও সরিয়ে দেন কৃষ্ণ কল্যাণী।
এদিকে বিজেপি বিধায়কের এহেন মন্তব্যের পরেই তাঁর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বিশেষ করে সম্প্রতি বেশ কয়েকজন বিজেপি বিধায়ক দল ছেড়েছেন। অন্যদিকে অভিষেক ব্যানার্জি দাবি করেছেন, এখনও ২০-২৫ জন বিজেপি বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এই পরিপ্রেক্ষিতে বিধায়ক সাংসদের দ্বন্দ্বে আশঙ্কা বেড়েছে পদ্ম শিবিরের।
এদিকে পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলবদলের জল্পনা উড়িয়ে দিলীপ ঘোষ জানান, কৃষ্ণ কল্যাণী দলে নতুন। উনি নিয়ম কানুন সব জানেন না, আস্তে আস্তে শিখে নেবেন।
সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপি বিয়োগের মরশুমে কৃষ্ণ কল্যাণীর এধরনের মন্তব্যের জেরে জল্পনা থেকেই যাচ্ছে।
Comments are closed.