ফের ভাঙ্গন পদ্ম শিবিরে! বাবুলের জার্সি বদলকে সমর্থন জানিয়ে জল্পনা বাড়িয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী
কদিন আগেই দলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক। এবার বাবুল সুপ্রিয়র দলবদল প্রসঙ্গে তাঁর মন্তব্য ঘিরে বিজেপি ত্যাগের জল্পনা তুঙ্গে উঠেছে।
বাবুলের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, তিনিও দলকে সময় দিয়েছেন সময় মতো দল তাঁর দাবি দাওয়া না মানলে তাঁকেও অন্যকিছু ভাবতে হবে। এখানেই থামেননি কৃষ্ণ। তিনি দলত্যাগীদের নিয়ে বলেন, রাজনীতিতে কে কোন দলে কতটা গুরুত্ব পাচ্ছেন, দল তাঁকে কতখানি সম্মান দিচ্ছেন রাজনীতিকদের এসব অবশ্যই দেখতে হয়। যাঁরা দল ছাড়ছেন আশা করছি এসব ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন।
বিধানসভা নির্বাচনের পর মুকুল রায়কে দিয়ে রাজ্য বিজেপির যে ভাঙ্গন শুরু হয়েছে তা আরও বাড়বে বলেই তৃণমূল নেতৃত্বের দাবি। এর মধ্যেই বাবুলের দলত্যাগ কার্যত বিনা মেঘে বজ্রপাত ঘটিয়েছে গেরুয়া শিবিরে। এই আবহে বাবুলের তৃণমূলে যোগকে কার্যত সমর্থন জানিয়ে বিজপি বিধায়কের এই মন্তব্যের জেরে নতুন করে বিজেপিতে ভাঙ্গনের সম্ভবনা দেখা দিয়েছে।
উল্লেখ্য কয়েকদিন আগেই বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কৃষ্ণ কল্যাণী। গত বিধানসভা নির্বাচনে দেবশ্রী তাঁকে হারাতে চেয়েছিলেন বলে দাবি রায়গঞ্জের বিজেপি বিধায়কের। সম্প্রতি জেলা সভাপতি নিয়োগ ঘিরে দলের সঙ্গে তাঁর সংঘাত তীব্র হয়ে ওঠে । এই আবহে কৃষ্ণ কল্যাণীর মন্তব্য ঘিরে ফের দলবদলের জল্পনা দানা বেঁধেছে।
Comments are closed.