কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত। আর সেই ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর শীর্ষে এবার এমন একজন বসতে পারেন, যাঁর শিকড় কিনা কলকাতাতেই। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর। জানা গিয়েছে, ব্রিটেনের পুলিশ বাহিনীর প্রধান হতে চলেছেন বঙ্গসন্তান নীল বসু।
এতদিন স্কটল্যান্ড ইয়ার্ডের প্রধানের দায়িত্ব সামলেছেন ক্রেসিডা ডিক। সম্প্রতি তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপরেই ওই পদের জন্য নীল বসুর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। নীল বর্তমানে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনারের পদে রয়েছেন। এই পদে থাকাকালীন দীর্ঘ দিন অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্বে সামলেছেন তিনি। সম্প্রতি তাঁর নেতৃত্বে ব্রিটিশ পুলিশ অত্যন্ত সফলতার সঙ্গে একাধিক পুলিশ অভিযান করেছেন। সব কিছু ঠিক থাকলে তাঁর ওই পদে বসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
নীল বসুর পুরো নাম অনিলকান্ত নীল বসু। তাঁর চিকিৎসক বাবা প্রথম জীবনে কলকাতাতেই প্র্যাকটিস করতেন। পরে তিনি বিলেতে পাড়ি দেন। নীলের মা ওয়েলসের নাগরিক। পেশায় নার্স। তবে নীল বসুর জন্ম এবং বড় হয়ে ওঠা বিলেতেই। স্ট্যান্ডফোর্ড ওয়ালটন হাইস্কুল থেকে পাশ করে তিনি নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন।
১৯৯২ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে যোগ দেন। ধীরে ধীরে নিজেকে প্রমান করে বর্তমান তিনি সেই বাহিনীরই সহকারী কমিশনার। তবে তাঁর যাত্রা পথ মোটেই সহজ ছিল না। জীবনের নানা মোড়ে তাঁকেও বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়েছে। কয়েকটি সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন। তবে বর্তমানে এই বঙ্গসন্তান ব্রিটেনের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম।
Comments are closed.