অকাল প্রয়াত ক্রীড়া চিত্র সাংবাদিক রণজয় রায়। সংবাদ মহলে তাঁর পরিচিতি ছিল রনি রায় নামে। শুক্রবার দুপুরে আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন। এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বিকেলে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৭ বছর। সাংবাদিক মহলে প্রবল জনপ্রিয় রনির মৃত্যুতে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজকাল পত্রিকায় ক্রীড়া চিত্র সাংবাদিক রনি রায়কে চেনেন না, এমন মানুষ সংবাদমাধ্যমে বিরল। রনি রায় বিখ্যাত ছিলেন তাঁর পরোপকারিতার জন্য। চেনা কিংবা অচেনা, বিপদে পড়লেই হাজির হতেন রনি। দীর্ঘদিন সাংবাদিকতার জগতে থাকায় রনি রায়ের পরিচিতি ছিল সব মহলেই। কিন্তু গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। বন্ধ ছিল কাজও। শুক্রবার তাঁর আকস্মিক মৃত্যুতে হতবাক সকলেই।
Comments are closed.