সুখবর!! ৪,৭২৬টি খালি পদে নেওয়া হবে সরকারি চাকুরীজীবী

সম্প্রতি সরকারি চাকরিতে চলছে নিয়োগ। করোনার বাজারে বহু ক্ষেত্রেই মিলছে না চাকরি। কিন্তু এবার তার মাঝেই সুখবর দিল সরকার। জেনে নিন কিভাবে এই চাকরির জন্য আবেদন করবেন।
আবেদনের তারিখঃ
আবেদন জানানোর শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

আবেদনের পদ্ধতিঃ
আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা ‘এসএসসি সিএইচএসএল ২০২০’ নোটিফিকেশনে লগ ইন করতে হবে। বিশদে জানার জন্য লগ ইন করতে হবে এখান থেকেই মিলবে বয়স, যোগ্যতা এবং আরো যাবতীয় তথ্য।

পরীক্ষাঃ
চাকরিপ্রার্থীদের ‘এসএসসি.এনআইসি.ইন’-এ লগ ইন করতে বলা হচ্ছে। পরীক্ষা হবে দুটি পদ্ধতিতে। টায়ার-১ ও টায়ার-২। এমনকি যাঁরা টায়ার-১ উত্তীর্ণ হবেন, তাঁরাই পরের ধাপের পরীক্ষার জন্য ডাক পাবেন। পরীক্ষার দিন এই ওয়েবসাইটেই জানানো হবে।

ফি দেওয়ার পদ্ধতিঃ
পরীক্ষার ফিজ ১৭ ডিসেম্বর পর্যন্ত দেওয়া যাবে। অনলাইনে ১৭ তারিখ পর্যন্ত এবং অফলাইনে টাকা জমা দেওয়া যাবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

Comments are closed.