স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিশ্বের সেরা বিজ্ঞানীদের নামের তালিকায় জায়গা করে নিলেন বাঙালী বিজ্ঞানী। বাংলার পতিরামের প্রবাসী বাঙালী চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ উজ্জ্বল পোদ্দার। প্রকাশিত গবেষণাপত্র মূল্যায়ন করেই তাঁর এই প্রাপ্তি।
আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় গত দুবছর ধরে বিশ্বের বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করছে। এবারের তালিকাতেও ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন উজ্জ্বল পোদ্দার। শিশুরোগ বিশেষজ্ঞ উজ্জ্বল পোদ্দার শিশু অন্ত্ররোগবিশেষজ্ঞ। লখনৌয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে কর্মরত ডক্টর পোদ্দার সেখানকার শিশু অন্ত্ররোগ বিভাগের অধ্যাপক এবং ওই বিভাগের প্রধান।
উল্লেখ্য, এর আগে শিশু অন্ত্ররোগ নিয়ে ভারতে শিশু অন্ত্র নিয়ে চিকিৎসার কোনও জায়গা ছিলনা।
১৯৮৬ সালে এমবিবিএস পরীক্ষায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রথম হন। এই কারণে ফাইজার গোল্ড মেডেল ও ১৯৯৪ সালে চণ্ডীগড় কলেজে পেয়েছেন ভি বালগোপাল রাজু স্বর্ণপদক। ১৯৯৮ সালে ইতালির ইউরোপিয়ান স্কুল অফ অঙ্কোলজি থেকে ফেলোশিপ এবং ১৯৯৯ সালে লন্ডনের রয়্যাল কলেজ অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চাইল্ড হেলথ থেকে ফেলোশিপও পেয়েছেন তিনি। তবে বিদেশের একাধিক কলেজে শিক্ষকতার সুযোগ পাওয়ার পরেও তিনি ভারতেই থেকে গিয়েছেন।
বাবা মারা যাওয়ার পর তাঁর মা খুব কষ্ট করে উজ্জ্বল পোদ্দার ও তাঁর ভাই উৎপল পোদ্দারকে বড় করেছিলেন। ডঃ পোদ্দার দেখিয়েছিলেন, ইউরোপ এবং আমেরিকার শিশুদের মতোই উত্তর ও পূর্ব ভারতের শিশুদের গমজাত খাবার হজমের সমস্যা দেখা যায়। পাশাপাশি শিশুদের কৃমির সংক্রমণ, অন্ত্রের প্রদাহ সংক্রান্ত সমস্যার কারণ নিয়েও গবেষণা রয়েছে তাঁর। এখনও পর্যন্ত ১৮০টির বেশি রচনা প্রকাশিত হয়েছে।
Comments are closed.