বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে ডাক্তার প্রকল্প। এই প্রকল্পের প্রথম শিবির হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকে। বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে চলবে শিবির। কেশিয়ারি ব্লক ডেভলপমেন্ট অফিসের রবীন্দ্র ভবন এবং খাজরা হাইস্কুলে শিবির হবে।
দুদিনের শিবিরে অংশ নেবেন এসএসকেএম হাসপাতালের ৪৫ জন চিকিৎসক। মঙ্গলবারই কেশিয়ারি গিয়েছেন ৪৫ জন চিকিৎসক। প্রত্যন্ত গ্রামগঞ্জের মানুষ যাতে রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতালের চিকিৎসকদের পরিষেবা পান, সেই কারণেই মুখ্যমন্ত্রী দুয়ারে ডাক্তার প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রাথমিকভাবে এই জেলায় শিবির শুরু হলেও পরবর্তীকালে অন্য জেলাগুলিতেও শুরু হবে শিবির।
এই প্রকল্পের প্রথম কর্মসূচী শুরু হচ্ছে পশ্চিম মেদিনীপুরে। এই নিয়ে ওই জেলার জেলাশাসকও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন প্রশাসনিক কর্তাদের শিবির সুসম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই শিবির সম্পর্কে স্থানীয় মানুষদের জানানোর জন্য প্রচারাভিযানও চলছে।
Comments are closed.