আগামী ৮ ফেব্রুয়ারি বাজেট পেশ করবে মমতা ব্যানার্জি সরকার। বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি।। সাধারণত রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় বছরের প্রথম অধিবেশন।
সূত্রের খরব, এবার তাতেই ব্যতিক্রম ঘটতে চলেছে। গত ডিসেম্বর মাসে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। সেই সূত্র ধরেই এবার নতুন বছরের অধিবেশন শুরু হচ্ছে। এই যুক্তিতে ডাকা হচ্ছে না রাজ্যপালকে। ৮ ফেব্রুয়ারি ২০২৪-২৫ আর্থিক বছরের রাজ্য বাজেট পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
৯ এবং ১০ তারিখ রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে। লোকসভা ভোটের আগে রাজ্যের বাজেটে কোনও চমক থাকে কি না, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিরোধী দলনেতার সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। তবে সর্বদল বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটি বা বি এ কমিটির বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হলেও তিনি যাননি।
Comments are closed.