রাজ্যে নতুন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হবে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এই বিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট থাকবে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে (পিপিপি) নতুন বিদ্যুৎ প্রকল্পটি তৈরি হবে। এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় তৈরি হবে, তা পরে ঠিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।
বিদ্যুৎমন্ত্রী জানান, যে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি রূপায়ণ করা হবে, তাদের সঙ্গে আলোচনা করেই স্থান ঠিক হবে। প্রসঙ্গত, এই প্রথম রাজ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে কোনও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আরও চারটি নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারি সংস্থা বিদ্যুৎ উন্নয়ন নিগমের সাঁওতালডিহি, ব্যান্ডেল, কোলাঘাট ও সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। সরকারি সংস্থা ডিপিএলের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে দুর্গাপুরে। মুর্শিদাবাদের সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রে একটি নতুন ইউনিট কয়েক মাসের মধ্যেই চালু হতে চলেছে। নতুন ইউনিটের উৎপাদন ক্ষমতা হবে ৬৬০ মেগাওয়াট।
Comments are closed.