এপ্রিল মাস থেকেই ডিএ মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে।
অর্থ দফতর জানিয়েছে, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পেনশন প্রাপকদের বর্ধিত ডিএ মিলবে এপ্রিল মাস থেকেই। রাজ্য বাজেটে ঘোষণার পর জানানো হয়েছিল, মে মাস থেকে ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ পাবেন কর্মীরা। সেই মতো মে মাসের বেতনের সঙ্গে ওই হারে ডিএ পেয়ে গিয়েছেন সরকারি কর্মীরা। ১০ শতাংশের জায়গায় তাঁরা ১৪ শতাংশ করে ডিএ পেয়েছেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানাল, এপ্রিল মাস থেকেই মিলবে বর্ধিত হারে ডিএ। জুন মাসের বেতনের সঙ্গে বা আলাদা ভাবে তা দেওয়া হবে।
সরকারি কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত, সরকারি সংস্থা, স্বশাসিত সংস্থার কর্মীরা এই সুবিধা পাবেন।
Comments are closed.