সেমিকন্ডাক্টর ক্ষেত্রে লগ্নি আকর্ষণের লক্ষ্যে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি সেমিকন্ডাক্টর পলিসি নিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও বিষয়ের সমাধান করার জন্য তিনি সব আইটি সংস্থাকে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করারও প্রস্তাব দিয়েছেন। বৃহস্পপ্তিবার কলকাতায় বণিকসভা সিআইআই আয়োজিত ‘আইসিটি ইস্ট’ অনুষ্ঠানে বাবুল সুপ্রিয় জানান, সেমিকন্ডাক্টর ও গ্লোবাল কেপেবিলিটি সেন্টার (জিসিসি) ক্ষেত্রে রাজ্য সরকার নীতি তৈরি করছে। নীতির খসড়া হয়ে গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে তা চূড়ান্ত হয়ে যাবে।
সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারির মধ্যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে লগ্নি আকর্ষণের জন্য নতুন নীতি ঘোষণা করা হতে পারে। রাজ্যের তথ্যপ্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব কুমার অনুষ্ঠানে জানিয়েছেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার সৃষ্টি করতে রাজ্য সরকার সেমিকন্ডাক্টর ও জিসিসি নীতি নিয়ে আসছে।
সেপ্টেম্বরে হোয়াইট হাউজ় জানিয়েছিল, মার্কিন চিপ নির্মাতা সংস্থা গ্লোবালফাউন্ড্রিজ় কলকাতায় সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্লান্ট গড়ে তুলবে। গ্লোবালফাউন্ড্রিজ় কলকাতায় অত্যাধুনিক গ্যালিয়াম নাইট্রাইড (জিএএন) সেমিকন্ডাক্টর উৎপাদন করার পরিকল্পনা করেছে।
এখন আমেরিকার বাইরে কোথাও জিএএন সেমিকন্ডাক্টর উৎপাদন করে না গ্লোবালফাউন্ড্রিজ়। ফলে, অত্যাধুনিক ‘নিশ প্রোডাক্ট’ উৎপাদন মানচিত্রে পাকাপাকি জায়গা পেতে চলেছে কলকাতা।
সল্টলেক সেক্টর ফাইভে কগনিজ়্যান্টের ক্যাম্পাস নতুন করে তৈরি করা হচ্ছে। গত চার বছর সেটি বন্ধ ছিল।
Comments are closed.