রাজ্যের শ্রমজীবী মানুষদের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার। সেই মতো রাজ্যের স্বাস্থ্য ও শ্রম দফতরের তরফে একগুচ্ছ নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেই পরিকল্পনারই অংশ হিসেবে ৪৩টি বিশেষ শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক।
শ্রমমন্ত্রী জানান, স্বাস্থ্য কেন্দ্রের জমির জন্য ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কয়েকটি জমি চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে কয়েকটি হাসপাতাল অধিগ্রহণ করেও স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মলয় ঘটক।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্য। তৃতীয়বার ক্ষমতায় ফিরে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও একাধিক নতুন ঘোষণা করেছে রাজ্য। শুধু তাই নয়, স্বাস্থ্য সাথী কার্ডের বিনিময়ে সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করতেও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলোর বিরুদ্ধে একধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যেই শ্রমজীবী মানুষদের জন্য এই বিশেষ পরিকল্পনাকে অনেকেই প্রশংসা করেছেন।
Comments are closed.