সোমবার তৃণমূলের উপপ্রধান খুনের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি বীরভূমের রামপুরহাটে। সোমবার রাতেই রামপুরহাটের বুকটুই গ্রামে ১০ টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নিহত উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, আগুনে ঝলসে ১০ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল সূত্রে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। মৃত ৯ জনের মধ্যে ৬ জন মহিলা, ২ জন শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন।
উপপ্রধানের খুনের ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ADG সিআইডির নেতৃত্বে ৩ সদস্যের সিট্ গঠন করা হয়েছে। রাজ্যের পরিবহন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
এদিকে মঙ্গবার সকালেই ঘটনাস্থলে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠি। তাঁর দাবি, এখনও পর্যন্ত এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। যদিও দমকলের দাবি মৃত্যু হয়েছে ১০ জনের। এদিকে এই ঘটনায় স্থানীয় থানার ওসি-কে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি এসডিপিও-কে অপসারণ করা হয়েছে।
এদিকে রামপুরহাটের ঘটনায় বিধানসভায় তীব্র বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়কেরা। এই ঘটনার জেরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন। তাঁর কথায়, এই নারকীয় ঘটনায় পুলিশমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির ইস্তফা দাবি করছি।
Comments are closed.