পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবার পাবে চাকরি; সিদ্ধান্ত গ্রহণ মন্ত্রিসভার 

পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারের একজন করে সদস্যদের চাকরি দেবে রাজ্য সরকার। এমনটা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো কথা রাখলেন তিনি। পঞ্চায়েত ভোটের সময় রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। পঞ্চায়েত ভোটে মোট ১৯ জন নিহত হয়েছিল। প্রত্যেকের পরিবারের একজন করে সদস্য চাকরি পাবে। 

ভোটের হিংসায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি বলে কোনও ভেদাভেদ করা হবে না। ভোটের হিংসায় নিহতদের পরিবারের প্রত্যেকেই চাকরি পাবেন। সেই মতোই চাকরির সিদ্ধান্তে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। 

মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পূরণ করায়, নিহতদের পরিবার পরিজনেরাও বেশ কিছুটা স্বস্তিতে, এমনটা মত প্রশাসনিক মহলের একাংশের। 

 

Comments are closed.