বিমানবন্দর নয়, রবীন্দ্র সদনে KK’ কে শ্রদ্ধা জানানো হবে, মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে প্রস্তুতি খতিয়ে দেখলেন
প্রথমে ঠিক ছিল বিমানবন্দরে গান স্যালুট দিয়ে গায়ককে শেষ বিদায় জানানো হবে। কিন্তু কলকাতায় পৌঁছে মুখ্যমন্ত্রী জানালেন, রবীন্দ্র সদনে গায়কের মর দেহ রাখা হবে। বিকেল পাঁচটা নাগাদ মুম্বাই ফেরার ফ্লাইট রয়েছে। ততক্ষণ পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য শিল্পীর দেহ রবীন্দ্র সদনে শায়িত রাখা হবে। অনুরাগীরা সেখানে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন। কেকে’র পরিবারের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন এয়ারপোর্ট থেকে সোজা এসএসকেএম হয়ে রবীন্দ্র সদনে চলে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে যে ব্যবস্থা করা হচ্ছে, তা নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।
এসএসকেএম-এ সকাল থেকেই উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক মদন মিত্র সহ বেশ কয়েকজন নেতা-মন্ত্রী। এছাড়াও রাজ্য পুলিশেরও একাধিক আধিকারিক রয়েছেন হাসপাতালে। রয়েছেন ডিসি ডিডি আকাশ মাঘাড়িয়া।
Comments are closed.