রাজ্যের পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজাতে একাধিক উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিনিয়ত বাড়তি নজর দিয়ে আসছেন রাজ্যের পর্যটন ক্ষেত্রে। সমুদ্র, জঙ্গল, পাহাড়, ঐতিহাসিক স্থান সবই রয়েছে বাংলায়। যে কারণে দেশ তো বটেই বিদেশ থেকেও প্রতিবছর অসংখ্য মানুষ আসেন এখানে। রাজ্যের পর্যটন ক্ষেত্রে আরও বিনিয়োগ বাড়াতে এবার নতুন উদ্যোগ নিল রাজ্যসরকার।
জানা গিয়েছে, পর্যটনকে এবার শিল্পের মর্যাদা দিতে চলেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই বিভিন্ন বণিকসভা এবং শিল্পতিরা এই আবেদন করে আসছিলেন। গত মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং মন্ত্রিসভার বাকি সদস্যরাও তা সমর্থন করেন।
পর্যটনকে শিল্পের মর্যাদা দিলে বেশ কিছু বাড়তি সুযোগ সুবিধে থাকে। যেমন যারা পর্যটন ক্ষেত্র গড়তে চান, তারা ব্যাঙ্ক থেকে সহজ শর্তে লোন পাবেন। জমি লিজে নেওয়ার ক্ষেত্রেও সুবিধা মিলবে। কর সংক্রান্তও বেশ কিছু ছাড় মিলবে। সেই সঙ্গে পর্যটন শিল্পের আওতায় চলে এলে শিল্পনীতিতে রাজ্য সরকার যে সুবিধেগুলো দিয়ে থাকে সেগুলোও পর্যটন ক্ষেত্রে বিনিয়োগে পাওয়া যাবে। সব মিলিয়ে পর্যটন সেক্টরে বিনিয়োগ আরও বাড়বে।
Comments are closed.