করোনা আবহে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক হবে? দুপুর ২ টোর মধ্যে মানুষকে মত জানাতে আবেদন মমতার

করোনা আবহে রাজ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, তা নিয়ে আমজনতার মতামত জানতে চায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মর্মে রবিবার একটি ট্যুইট করেন। সোমবার দুপুর ২ টোর মধ্যে ই-মেল করে মতামত জানাতে হবে।

মেল অ্যাড্রেসগুলি হল –

1. [email protected]

2. [email protected]

3. [email protected]

ট্যুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে কিনা এই সংক্রান্ত সিদ্ধান্তের জন্য একটি কমিটি তৈরি করছে রাজ্য সরকার। সেই সঙ্গে সাধারণ মানুষ, শিক্ষার্থী, বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছেও মতামত চাওয়া হয়েছে।

রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের একটি নোটিসেরও ছবি ট্যুইট করেছেন মমতা।
নোটিসে দফতরের তরফে রাজ্যবাসীর কাছে জানতে চাওয়া হয়েছে করোনা আবহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা করানো আদৌ উচিত হবে কিনা? যদি উত্তর হ্যাঁ হয় তবে কীভাবে পরীক্ষা হবে যাতে ছাত্রছাত্রীদের সংক্রমিত হওয়র সম্ভাবনা কম করানো যায় আর যদি উত্তর না হয় সেক্ষেত্রেও বা কী বিকল্প রয়েছে?

 

নোটিশে তিনটে মেইল আইডি দেওয়া হয়েছে। সোমবার ৭ জুন দুপুর ২টোর মধ্যে মতামত জানানো যাবে।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছিলেন। জানা যাচ্ছে, তিন সদস্যের বিশেষজ্ঞদের একটি কমিটি আলোচনার পর এই আবহে পরীক্ষা না করানোর মত দেন। অন্যদিকে একাংশ পরীক্ষার পক্ষে। এই পরিস্থিতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে জনগণের মতকেই গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার।

Comments are closed.