আচার্যের পর ভিজিটর পদ থেকেও সরানো হচ্ছে রাজ্যপলাকে! বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী
রাজ্যপালকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে সরানোর প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে প্রস্তাবও পাস হয়েছে। এবার বেসরকরি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটির পদ থেকেও রাজ্যপালকে সরানোর ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে নবান্ন। সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, এবার থেকে রাজ্যপালের জায়গা শিক্ষামন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যায়লয়গুলির ভিজিটর পদে বসবেন। খুব শীঘ্রই এই মর্মে আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য।
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভায় এই মর্মে বিলও আনা হচ্ছে। এর মধ্যেই বেসরকরি বিশ্ববিদ্যালয়গুলি থেকে রাজ্যপালকে সরানোর প্রক্রিয়া নিয়ে রাজিনৈতিক তরজা শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাতের আবহ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যায়লয়ের উপাচার্যদের রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দেননি তাঁরা। এই আবহে, রাজ্যের এই সিদ্ধান্তে রাজভবন বনাম নবান্নের সংঘাত নতুন মোড় নেয় কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.